মহারাষ্ট্রের লাতুরের সরকারি কলেজ হস্টেলের খাবারে বিষক্রিয়া, চিকিৎসাধীন ৫০ ছাত্রী
হস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৫০ জন তরুণী ছাত্রী ৷ রবিবার সরকারি সূত্রে খবর, শনিবার মহারাষ্ট্রের লাতুরে একটি হস্টেলে এই খাদ্য বিষক্রিয়ার ঘটনাটি ঘটেছে ৷ রাতের খাবারে বিষক্রিয়া হয়েই তাঁরা অসুস্থ হন ৷ সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয় ৷ পুরানমল লাহোটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের হস্টেলটিতে ৩২৪ জন মহিলা ছাত্রী থাকেন ৷ আধিকারিকরা জানিয়েছেন, শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ ছাত্রীরা রাতের খাবার খান ৷ ভাত, চাপাটি, ঢ্যাঁড়শের তরকারি এবং মসুর ডাল খেতে দেওয়া হয়েছিল তাঁদের ৷ রাত ৮টা ৩০ মিনিট নাগাদ বহু ছাত্রী অসুস্থ বোধ করেন ৷ কারও গা গুলিয়ে বমির উদ্রেক হয়, কেউ আবার বমি করতে থাকেন ৷ খবর পেয়ে কলেজের প্রিন্সিপাল দ্রুত হস্টেলে পৌঁছন ৷ তিনি ডাঃ উদয় মোহিতেকে বিষয়টি জানান ৷ ওই চিকিৎসক লাতুরেরই বিলাসরাও দেশমুখ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ডিন ৷ তড়িঘড়ি অসুস্থ ছাত্রীদের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ডাঃ মোহিতে জানিয়েছেন, প্রায় ৫০ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রবিবার ভোররাত ৩টে নাগাদ ২০ জন ছাত্রীকে ছেড়ে দেওয়া হয় ৷ বাকি ৩০ জন ছাত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে তারা বিপন্মুক্ত ৷ ডাঃ মোহিতে বলেন, “দু’জন মেয়ে রাতের খাবার খাওয়ার পর থেকে বমি করছিলেন ৷ বাকিদের বমি বমি ভাব ছিল ৷ তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁদের চিকিৎসা শুরু হয় ৷ প্রয়োজন অনুযায়ী স্যালাইন দেওয়া হয় ৷ চিকিৎসা এখনও চলছে ৷ মেয়েদের সবার অবস্থাই এখন স্থিতিশীল ৷ চিকিৎসকদের একটি দল তাঁদের দেখাশোনা করছে ৷” তিনি অভিভাবকদের আশ্বস্ত করে জানিয়েছেন তিনি ৷ কলেজের প্রিন্সিপাল ভিডি নিটনাওয়ারে বলেন, “হস্টেলের কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে ৷ এই খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছই ৷ তাঁদের চিকিৎসা শুরু করা হয় ৷ ছাত্রীদের একটি সার্বিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে ৷ যাতে আগামী দিনে কোনও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা না থাকে ৷ চিন্তার কোনও কারণ নেই ৷ অসুস্থ ছাত্রীদের সাহায্য়ের কথা ভেবে কয়েকজন ছাত্রীকে হাসপাতালে রাখা হয়েছে ৷”