
এবার সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অগ্নিগর্ভ ত্রিপুরা, সংঘর্ষে আহত একাধিক পুলিশকর্মী
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একাংশ। আর এরই মধ্যে এই প্রত্যাহার করার দাবি জানিয়ে এ বার বিক্ষোভ ত্রিপুরার ঊনকোটি জেলায়। সেখানকার কৈলাসহর শহরে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল ঘিরে সংঘর্ষ হয়। শনিবার বিকালের ওই সংঘর্ষে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। এর জেরে, বাংলাদেশের সীমান্তবর্তী ওই অঞ্চলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ত্রিপুরা পুলিশের ডিআইজি (উত্তরাঞ্চল) রতিরঞ্জন দেবনাথ জানিয়েছেন, ওই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। লোকসভা এবং রাজ্যসভাতে পাস হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূ্র্মূ। এর পরেই ওই আইন বাতিল করার দাবি জানিয়ে একাধিক রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। শনিবার এই নিয়ে বিক্ষোভ হয় কৈলাসহরে।সূত্রের খবর, মহম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে এই মিছিল তিলাবাজার থেকে শুরু হয়ে কুবঝাড়ের দিকে যাচ্ছিল। কিন্তু সেই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি কৈলাসহর জয়েন্ট অ্যাকশান কমিটিকে। তাই কৈলাসহর পুরসভার বাইরেই ওই মিছিল করার সিদ্ধান্ত নেওয়া। অভিযোগ। কুবঝাড়ের কাছে ওই মিছিলকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, কাঁচের বোতল ইত্যাদি ছোড়া হয় বলেও অভিযোগ। এই নিয়ে শুরু হয় সংঘর্ষ। ওই সংঘর্ষে আহত হয়েছেন ওই এলাকার এসডিপিও জয়ন্ত কর্মকার-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে তাদের মৃদু লাঠিচার্জ করতে হয়।বদরুজ্জামানের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। কিন্তু প্রশাসনিক কর্তৃপক্ষ সেখানে হিংসাকে উস্কে দিয়েছে। পুলিশের মারে তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এর পরেই ওই এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলস এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।