টোকেন বিতরণ ঘিরে চরম বিশৃঙ্খলা তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৪ ভক্তের

টোকেন সেন্টারে ভক্তদের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তিরুপতি মন্দির সংলগ্ন এলাকায় ৷ বুধবার বৈকুণ্ঠ দ্বারে সর্বদর্শন টোকেন দেওয়ার ক্ষেত্রে একটি ভুল বোঝাবুঝি হয়। টোকেন প্রদান কেন্দ্রে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তার জেরে প্রাণ গিয়েছে কমপক্ষে চারজনের। বৈরাগিপট্টেদা রামানাইডু স্কুল কেন্দ্রে এই হাতাহাতির ঘটনায় চারজন অসুস্থ হয়ে পড়েন ৷ এর মধ্যে তামিলনাড়ুর সালেমের এক মহিলা ভক্ত শ্রীনিবাসমে পদপিষ্ট হয়ে মারা যান । সবাইকে তিরুপতির রুয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় । একইভাবে, সত্যনারায়ণপুরমের টোকেন প্রদান কেন্দ্রে মারামারি হয়েছিল।

error: Content is protected !!