পাথরপ্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ শিশু সহ ৭জনের মৃত্যু

রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটি শিশু রয়েছে বলেও খবর। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট এই খবর জানিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান আগুনের গ্রাসে চলে গিয়েছে এলাকার একটি বাড়ি। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ফের কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজও। সেই সঙ্গে বাড়ির ভিতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টাও করা হয়।আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলতে চায়নি পুলিশ আধিকারিকারিকরা ৷ তবে স্থানীয়দের একাংশের অনুমান, বাড়িতে বাজি মজুত করা হয়েছিল। সেখান থেকেই এই অগ্নিকাণ্ড। তারা জানাচ্ছে, বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে ন’টা নাগাদ সেখান থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। কিছুক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। আবার অনেকের দাবি, রান্নার সিলিন্ডার ফেটে দুর্ঘটনা হয়েছে।

error: Content is protected !!