শিয়ালদায় ডেন্টাল কলেজে করোনায় আক্রান্ত প্রিন্সিপাল সহ ২০ চিকিৎসক

শিয়ালদায় ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে গত দুই দিনে মোট ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন । এমনকি সেই তালিকায় কলেজের প্রিন্সিপাল ডাঃ তপন গিরিও রয়েছেন । হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি কলেজের ছাত্ররাও করোনা আক্রান্ত হয়েছে ৷ স্বাভাবিকভাবেই পুরো কলেজজুড়েই একটা আতঙ্ক ছড়িয়েছে ৷ প্রশাসনিক স্তরের পর এবার ডাক্তার ও জুনিয়র ডাক্তারদের আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চিন্তায় বিশেষজ্ঞরা ৷ এরকম চলতে থাকলে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ কঠিন হয়ে পড়বে বলেই আশঙ্কা করছেন তাঁরা ৷