ভোররাতে গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৬, আহত ৬০, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

শুক্রবার গোয়ার শিরগাঁও মন্দিরে বার্ষিক শোভাযাত্রা চলাকালীন পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি, আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ পোস্ট করে বলেছেন যে, “শিরগাঁওয়ে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।” শুক্রবার গভীর রাত থেকে শিরগাঁও মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে শতাধিক পুণ্যার্থীর জমায়েত হয়েছিল। আজ ভোররাতের দিকে অতিরিক্ত ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই মন্দিরে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় উত্তর গোয়া পুলিশের এসপি অক্ষত কৌশল জানিয়েছেন, শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদপিষ্টের ঘটনা ঘটেছে ৷ ঘটনায় ৬০ জন ভক্ত আহত হয়েছেন, ৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং জরুরি পরিষেবাগুলিকে ঘটনার খবর দেওয়া হলে তারা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতি বছর গোয়ার শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রা ‘দেবী লাইরাই যাত্রা’ বা ‘শিরগাঁও যাত্রা’ নামেও পরিচিত। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত কাঠকয়লার উপর দিয়ে হেঁটে যান। শতাব্দীপ্রাচীন এই ধর্মীয় শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে মানুষ শিরগাঁওয়ে ছুটে আসেন। শুক্রবার রাতেও এখানে হাজার হাজার পুণ্যার্থী জমায়েত হয়েছিলেন।

error: Content is protected !!