ঘন কুয়াশার জেরে দিল্লিতে দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন
দিল্লিতে ঘন কুয়াশা। সেই কারণে একাধিক দূরপাল্লার ট্রেন চলছে দেরিতে। রেলের তরফে জানানো হয়েছে মোট ২৩ টি ট্রেন দেরিতে চলছে। যেগুলি হল- পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সেপ্রেস, কানপুর-নয়া দিল্লি শ্রমশক্তি, হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সেপ্রেস, সাহর্ষ-নয়াদিল্লি বৈশালী এক্সপ্রেস, রেওয়া-আনন্দবিহার এক্সপ্রেস, এলাহাবাদ-নয়াদিল্লি প্রয়াগরাজ এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়াত এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দ বিহার বিক্রমশিলা, রাজেন্দ্রনগর-নয়াদিল্লি সম্পূর্ণ ক্রান্তি, শিয়ালদহ-বিকানের দুরন্ত, হাওড়া-নয়াদিল্লি রাজধানী, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী, দূর্গ-নিজামউদ্দিন এস ক্রান্তি, শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী, পদ্মাবত এক্সপ্রেস, ইন্দোর-নয়াদিল্লি ইন্টারসিটি, ভাস্কো-নিজামউদ্দিন গোয়া এক্সপ্রেস, চেন্নাই-নয়াদিল্লি জিটি এক্সপ্রেস, পুনে-নিজামউদ্দিন দুরন্ত, চেন্নাই-নয়াদিল্লি এক্সপ্রেস, হায়দরাবাদ-নয়াদিল্লি, ভোপাল-নিজামউদ্দিন এক্সপ্রেস, জম্মুতাওয়াই-পুনে ঝিলম এক্সপ্রেস।