
তীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে
কোনা ও দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বর্তমানে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছে ৷ এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যার সমাধানে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। রাজ্য সচিবালয় নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব মনোজ পান্তের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লোক নির্মাণ দফতর (PWD) সূত্রে খবর, ডানকুনির কাছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত কাজ চলছে। এর ফলে ডানকুনি থেকে কলকাতাগামী রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে ৷ এরই প্রভাব পড়েছে এনএইচ-2 ও কোনা এক্সপ্রেসওয়েতে। পরিস্থিতি এতটাই খারাপ যে, পালসিট থেকে সাঁতরাগাছি পর্যন্ত প্রায় 84 কিলোমিটার এলাকাজুড়ে যানজট প্রায় প্রতিদিনই লেগে রয়েছে। মূল রাস্তার পরিবর্তে গাড়িগুলি সার্ভিস রোড দিয়ে চলাচল করছে ৷ এর ফলে কলকাতামুখী যানবাহন তীব্র যানজটে আটকে পড়ছে। সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জানা গিয়েছে, ডানকুনি থেকে পালসিট পর্যন্ত প্রায় 14টি ডাইভারশন রয়েছে। মুখ্য সচিব জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই 14টি ডাইভারশনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে ডানকুনি থেকে পালসিট পর্যন্ত ডাইভারশনগুলির কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় এবং অপ্রয়োজনীয় যানজট না হয়, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছে যে, আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ হবে। মূলত পূর্ব বর্ধমান ও হুগলি জংশন থেকে ডানকুনি পর্যন্ত একাধিক সাবওয়ে ও সড়ক ক্রসিং ব্রিজের নির্মাণ কাজ চলায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে, আপাতত যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে বলা হয়েছে এবং কাজের গতিও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়, যাতে সাধারণ মানুষের অসুবিধা কমে এবং কোনা এক্সপ্রেসওয়ের কাজেও গতি আনা যায়।