ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ-সলমান

সারাবিশ্বে আজ উদযাপিত হল ঈদ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, সবাই তাঁদের নিজস্ব কায়দায় ঈদ উদযাপন করলেন। একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও ভক্তরা তাঁদের প্রিয় সুপারস্টার সলমান খান ও শাহরুখ খানকে দেখার অপেক্ষায় ছিলেন। আবশেষে মনোবাসনা পূরণ হল।  যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিৎকার করছে প্রিয় তারকার জন্য। প্রতিবারের ঈদের দিন এই চিত্রই ধরা পড়ল মন্নতের সামনে। এবছরও সকাল থেকে জমছিল ভিড়। অবশেষে ভক্তদের ডাকে সাড়া দিলেন কিং খান।  বিকেলের মন্নতের বাইরে সাদা শেরওয়ানিতে এলেন শাহরুখ খান। ঈদের শুভেচ্ছা জানালেন তাঁর অগণিত ভক্তকুলকে।   তবে শুধু মন্নতের বাইরেই নয়, হাজার হাজার ভক্তের ভিড় জমেছিল গ্যালাক্সির বাইরেও।    একসময় ভিড় হাতের বাইরে চলে যাওয়ায় লাঠিচার্জও করতে হয় পুলিশকে। তাও তারা সরেননি, শুধুমাত্র ভাইজানকে এক ঝলক দেখার জন্য।   অবশেষে সন্ধে নামার আগে তিনি এলেন। ব্য়ালকনি থেকেই ফ্যানেদের ঈদ মুবারক জানালেন।   

error: Content is protected !!