
জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাতে মন্নতের বাইরে শাহরুখ ভক্তদের ভিড়
প্রতিবছরের মত এবারও মন্নতের সামনে ভিড় জমান শাহরুখ ভক্তরা। আর রাত ঠিক ১২ টায় মন্নতের ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের তৃপ্ত করেন বাদশা। বেশ কয়েকবছর ধরে এটাই ট্রেন্ড। যার অন্যথা হলনা এবারও। ২০২৩- এর ২ নভেম্বর ৫৮-তে পা দিলেন শাহরুখ। অপেক্ষার অবসান ঘটিয়ে ১২ টা বাজার আগেই মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্টের সঙ্গে কালো টি শার্ট আর মাথায় কালো টুপি পরে মন্নতের ব্যলকনিতে হাজির হলেন কিং খান। শাহরুখের দর্শন পেয়েই একেবারে খুশির জোয়ারে ভেসে গিয়েছে অনুরাগীরা। সিগনেচার স্টাইলে পোজ দিয়ে, ভক্তদের দিকে চুমু ছুঁড়ে দিলেন বাজিগর। ওদিকে মুঠোফোনে শাহরুখকে লেন্সবন্দি করতে ব্যস্ত ভক্তরা। শাহরুখের দর্শন পেয়েই একেবারে খুশির জোয়ারে ভেসে গিয়েছে অনুরাগীরা। কিং খানের জন্মদিনের মধ্যরাতের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যখন মন্নতের ব্যালকনিতে শাহরুখ ততক্ষণে আনন্দে মাতাল অনুরাগীরা। মন্নতের বাইরে আতসবাজির রোশনাইতে দিলওয়ালির আগেই যেন আলোর উৎসবের ধূম মন্নতের বাইরে। এদিকে, সোশ্যাল মিডিয়ার পাতায় তাঁক জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ফ্যানদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ। এক্স-এ (টুইটার) একটি আবেগপ্রবণ পোস্ট শেয়ার করে তিনি লেখেন ‘এটা সত্যিই অবিশ্বাস্য যে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এত মানুষ মন্নতের সামনে ভিড় জমিয়েছে। আমি নিছকই একজন অভিনেতা। আমি যে আপনাদের ন্যূনতম বিনোদনটুকু দিতে পারি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশি। আমি স্বপ্নের মতো তোমাদের ভালোবাসায় বেঁচে আছি। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাকে যে পছন্দ করেন সেটার জন্য আমি ধন্য। সকালে দেখা হবে’।