‘জওয়ান’-এর প্রথম গান থেকেই রীতিমতো ঝড় তুললেন শাহরুখ
প্রথম গান থেকেই রীতিমতো ঝড় নয়, সুনামি তুলেছেন শাহরুখ খান। সোমবার সকালে মুক্তি পায় ‘জওয়ান’-এর প্রথম গান জিন্দা বান্দা(Zinda Banda)। এই প্রতিবেদন পাবলিশ হওয়া অবধি ১ ঘণ্টায় ইউটিউবে এই গান দেখেছেন ১.৬ মিলিয়ন অর্থাৎ ১৬ লক্ষের বেশি দর্শক। জাঁকজমকপূর্ণ গানে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গেল ১০০০ জন মহিলা নৃত্যশিল্পীকে। ইরশাদ কামিলের লেখা গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র, সংগীত পরিচালনাও তাঁর। গানের শুরুতেই শাহরুখকে দেখা গেল তাঁর চেনা পোজে। তবে গানের সঙ্গে সঙ্গে নাচে নাচে যেভাবে জমিয়ে দিলেন কিংখান তা দেখে মনে পড়ে যায় নায়কের জনপ্রিয় দর্দে ডিস্কো গানের দৃশ্য। বয়স যেন একই জায়গায় আটকে ফেলেছেন শাহরুখ!