মক্কায় শাহরুখ খান, ভাইরাল ছবি

সৌদি আরবে ডাঙ্কির শুটিং শেষে মক্কার পবিত্র শহরে গেলেন বলিউড বাদশা। নেট দুনিয়ায় এখন ভাইরাল মক্কায় অভিনেতার ইসলামিক তীর্থযাত্রা উমরাহ-র সেই ছবি ও ভিডিও। শাহরাখ খানের এই তীর্থযাত্রার ছবি অভিনেতার ফ্যান অ্যাকাউন্টে থেকে প্রথমে অনলাইনে শেয়ার করা হয়। এরপরই ছড়িয়ে পড়ে বলিউড সুপারস্টারের তীর্থযাত্রার ছবি। কিং খানের একটি ভিডিও দেখা গেছে। একেবারে অন্য বেশে শাহরুখ খান। সুপারস্টারের এই বেশ আগে কখনও দেখেনি তাঁর ভক্তরা। তাই সেই কারণেই প্রিয় অভিনেতার এই ‘লুক’ অনলাইনে প্রকাশ হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। 

error: Content is protected !!