ওটিটিতে আসছে শয়তান
মহাশিবরাত্রির দিন মুক্তি পেয়েছিল ব্ল্যাক ম্যাজিক, হিপনোটিজম সম্বলিত হরর ঘরানার ছবি শয়তান। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসছে সেই ছবি। জানা গেছে আগামী ৩ মে ‘শয়তান’ নেটফ্লিক্সে মুক্তি পাবে। ‘শয়তান’ ছবিতে প্রথমবার অজয় দেবগন এবং আর মাধবনের জুটি দেখা গেছে। সেই রোমহর্ষক টানটান উত্তেজনা এবার দর্শক উপভোগ করবেন ঘরে বসে।