ফের ট্রেন দুর্ঘটনা, হাওড়ার নলপুরের কাছে লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
ফের ট্রেন দুর্ঘটনা রাজ্যে। লাইনচ্যুত ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ উইকলি এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে পরিষেবা ফের চালু হতে খানিকটা সময় লাগবে বলেই রেল সূত্রে খবর। জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ লাইনচ্যুত হয় শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার নলপুরের কাছে। রেল সূত্রে খবর, নলপুর স্টেশনের কাছে ট্রেনটির পাঁচ-ছটি বগি ও ইঞ্জিন বেলাইন হয়েছে। প্রথমে ট্রেনটি এক নম্বর লাইনেই ছিল। হঠাৎই সেটা দুনম্বরে চলে যায়। যদিও ঘোষণা হয়েছিল এক নম্বর দিয়ে থ্রু ট্রেন যাবে। দুনম্বরে আসার পরে ড্রাইভারের টনক নড়ে। মনে করা হচ্ছে, জোরে ব্রেক কষার কারণে ইঞ্জিন-সহ দুটি বগি ছিটকে এক নম্বর লাইনে চলে যায়।