প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র

বাংলা নাট্যজগতে নক্ষত্রপতন। প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার দুপুরে ৩ টে ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন রাতে সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী এবং রাজনীতিবিদ অর্পিতা ঘোষ। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি বাংলা থিয়েটার ও সিনেমায় অভিনয় করেছেন।  ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ চলচ্চিত্রে বংগবালা চরিত্রে অভিনয় করেছিলেন। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। বতাতা বিতাংশা, নাথাবাতি আনাথাবাত, পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা, হযবরল, কথা অমৃতসমান, লঙ্কাদহন, চণ্ডালী, পাগলা ঘোড়া, পাখি, গ্যালিলিও’র জীবন, ডাকঘর, যদি আর এক বার নাটকে অভিনয় করেন শাঁওলি মিত্র। ২০১১ সালে তিনি রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদ্‌যাপন সমিতির চেয়ারপার্সন ছিলেন। বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য ২০০৩ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার পান। অভিনয়ে জীবনব্যাপী অবদানের জন্য ২০১২ সালে বঙ্গবিভূষণ পুরস্কারও পান। শিল্পীর শেষকৃত্যের পরই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তাঁর বাবা শম্ভু মিত্রের ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। সূত্রের খবর, শাঁওলি মিত্র একটি ইচ্ছাপত্র তৈরি করেছিলেন। সেখানেই তিনি জানান, তাঁর মৃত্যুর খবর শেষকৃত্যের পর যেন সর্বসমক্ষে আনা হয়। সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন তাঁর প্রিয়জনেরা।

error: Content is protected !!