বিরোধীদের নিয়ে বৈঠক করবেন শরদ পাওয়ার

ফের একজোট হচ্ছেন বিরোধী দলের নেতারা। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে ইভিএম ইস্যু নিয়ে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলের নেতারা। কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী শিবিরের নেতৃত্বকে নিয়ে এই বিশেষ বৈঠক করতে চলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই ইভিএম নিয়ে নানা প্রশ্ন দেখা যায়। সেই বিষয়কে সামনে রেখে এদিন বিরোধী দলের নেতাদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছেন শরদ পাওয়ার।

error: Content is protected !!