মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান শরদ পাওয়ার
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীন রাজনীতিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার৷ তাঁদে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সোমবার ভর্তি করানো হয়েছে৷ তাঁকে সম্ভবত বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷ এনসিপির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে৷ এনসিপির সাধারণ সম্পাদক শিবাজীরাও গরজে একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘রাজ্যসভার সদস্য শরদ পাওয়ারের বয়স ৮১ বছর৷ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ তবে তাঁকে ছেড়ে দেওয়া হবে আগামী বুধবার৷ তিনি ৩ নভেম্বর দলের সভায় যোগ দেবেন৷’’