সোনাক্ষীর বিয়ের একদিনের মাথাতেই অসুস্থ শত্রুঘ্ন সিনহা
মেয়ে সোনাক্ষীর বিয়ে মিটতে না মিটতেই অসুস্থ শত্রুঘ্ন সিনহা, মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান বলি-অভিনেতা। সোনাক্ষীর কাকা পেহলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ” শত্রুজি হাসপাতালে ভর্তি। তবে বর্তমানে ভাল আছেন। আশা করা যাচ্ছে আগামিকাল সন্ধের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন।” সূত্র মারফত জানা যাচ্ছে, রুটিন চেক-আপের জন্যই নাকি তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও আরেকটি সূত্রের দাবি, অভিনেতা বাড়িতে পড়ে যান। তাতেই তাঁর পাঁজরের হাড়ে আঘাত লাগে। দুর্ঘটনাটি ঘটে সোমবার ২৫ জুন। পাশেই ছিলেন মেয়ে সোনাক্ষী। তিনি-ই বাবাকে ধরে ফেলেন। অন্যদিকে, শত্রুঘ্ন সিনহার ছেলে লব জানান, ” বিগত কিছুদিন ধরেই ভাইরাল জ্বরে ভুগছিলেন বাবা। খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তাই আমরা বাবাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেই।”