অভিনেত্রী শেহনাজ গিলের বাবাকে খুনের ‘হুমকি’

 সলমান খানের পর এবার খুনের হুমকি পেলেন অভিনেত্রী শেহনাজ গিলের বাবা সন্তোখ সিং ওরফে সুখ। অভিযোগ, সন্তোখ সিং-এর বাবা একটি বিদেশি নম্বর থেকে ফোন পান, যেখানে তাঁকে হুমকি দিয়ে বলা হয়, দিওয়ালির আগেই তাঁকে খুন করা হবে। বলা হয়, এবার আর গুলি নয় তাঁকে তাঁরই বাড়িতে ঢুকে টুকরো টুকরো করে ফেলা হবে। এমনকি ফোনে তাঁকে গালিগালাজও করা হয়। জানা যাচ্ছে, অমৃতসর থেকে জলন্ধর যাওয়ার পথে সন্তোখ সিং-এর কাছে এই হুমকি ফোন এসেছিল। এই ঘটনায় পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন সন্তোখ সিং। পঞ্জাব পুলিস জানিয়েছে, এই ঘটনায় তাঁরা ইতিমধ্যেই তদন্তে শুরু করেছেন। যদিও যে নম্বর থেকে ফোন এসেছিল, এখন আর সেই নম্বরটির হদিশ পাওয়া যাচ্ছে না বলে পুলিস সূত্রে খবর। তবে এই প্রথম নয়, এর আগেও এধরনের খুনের হুমকি পেয়েছেন শেহনাজ গিলের বাবা সন্তোখ সিং। ২০২১ সালে তিনি যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেবছর ২৫ ডিসেম্বর তিনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন

error: Content is protected !!