
হুগলিতে গাড়ি থেকে নামিয়ে শ্যুট আউট, আটক ১
ফের শ্যুটআউটের ঘটনা। মঙ্গলবার সকালে হুগলি জেলার পাণ্ডুয়াতে জিটি রোডে একটি গাড়ি থেকে এক ব্যক্তিকে নামিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। সাত সকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর পর চিকিৎক মৃত বলে তাঁকে ঘোষণা করেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বর্ধমানের দিক থেকে একটি গাড়ি করে ৪ দুষ্কৃতী আসে। সেই গাড়িতে করে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল। হুগলি বর্ধমান সীমানা সংলগ্ন জিটি রোডের উপর ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে গুলি করা হয়। স্থানীয়রা পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ব্যাক্তিকে উদ্ধার করে পাণ্ডুয়া হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, বর্ধমান স্টেশনের কাছ থেকে গাড়িটি ভাড়া করে বিহারের একটি গ্যাং। ড্রাইভারকে খুন করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা।
হুগলি গ্রামীণে পুলিস সুপার আমনদ্বীপ জানিয়েছেন, একটি স্করপিও গাড়িতে চড়ে ৪ জন এসেছিল বর্ধমানের দিক থেকে। হুগলি-বর্ধমান বর্ডারে পাণ্ডুয়ায় একজনকে গুলি করে পালায়। পুলিসের নাকা চেকিংয়ে তাদের একজন ধরা পড়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে। বাকীরা পালিয়ে গিয়েছে। কেন গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুন্ডু জানান, বর্ধমান থেকে এই গাড়িটি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। মৃত ব্যক্তি গাড়ির ড্রাইভার নাম উদয় ভানু বিশ্বাস। বর্ধমান থেকে গাড়িটি ভাড়া করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল এবং মাঝ পথেই নামিয়ে ড্রাইভারকে গুলি করা হয়।