অবশেষে কাটল জট, টলিপাড়ায় শুরু হল সিনেমা-সিরিয়ালের শুটিং
বিগত সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে অশান্তির পারদ চড়ছিল যা রবিবার রাতে চরম মাত্রায় পৌঁছয়। বাধ্য হয়ে সোমবার এবং মঙ্গলবার স্তব্ধ হয়ে যায় টলি পাড়া। শোনা যায়নি লাইট, ক্যামেরা, অ্যাকশনের শব্দ। ছিল না কোনও ব্যস্ততা। ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সমস্যার জেরে বন্ধ হয় শ্যুটিং। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মধ্যস্থায় কেটে যায় সমস্যার জট। তারপরই বুধবার থেকে সেই চেনা ছন্দে দেখা গেল টলিউডকে। সিনেমা থেকে সিরিজ বা সিরিয়াল সবের শ্যুটিং শুরু হয়ে যায় এদিন।