ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, চলল গুলি, নিহত মহিলা সহ ২ জন
ফের অশান্ত মণিপুর। রবিবার ইম্ফল ওয়েস্টের কৌতরুকে দুষ্কৃতীদের গুলিচালনায় প্রাণ গেল নাগাংবাম সুরবালা দেবী নামে ৩১ বছরের এক মহিলার। গুলিতে জখম দেবীর মেয়ে, বছর তিরিশের এক পুলিশ অফিসার এন রবার্ট-সহ মোট ৯ জন। রাতের দিকে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ঘটনার সূত্রপাত রবিবার দুপুর আড়াইটে নাগাদ। মেইতেই অধ্যুষিত ইম্ফল ওয়েস্ট এবং কুকি অধ্যুষিত কাঙ্গপোকপির সীমানা সংলগ্ন এলাকাতেই গুলিচালনার খবর মেলে। সূত্রের খবর, পাহাড়ের উপরের অংশ থেকে গুলিচালনা শুরু হয়। একটি গুলি এসে সুরবালার মাথায় লাগে। তাঁর মেয়ের ডান হাতে গুলি লেগেছে। মেয়েটি এবং গুলিবিদ্ধ আরও তিন জন হাসপাতালে ভর্তি। গুলিচালনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অতিরিক্ত বাহিনী। সন্ধে ছ’টা পর্যন্ত গুলির লড়াই চলার খবর মিলেছে। তবে এদিনের হামলার ঘটনায় চিন্তা বাড়িয়েছে ড্রোনের মাধ্যমে বোমাবর্ষণ! রবিবার কাদাঙ্গবন্দের কাছে একটি বাড়ির উপর ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। বাড়ি ফাঁকা থাকায় হতাহতের খবর মেলেনি। বিএসএফ স্টেশনের খুব কাছেই বোমা পড়ার ঘটনাটি ঘটে। বোমার স্প্লিন্টারে জখম হয়েছেন এক পুলিশ কম্যান্ডো।