
সাত সকালে স্বরূপনগরে শুট আউট, মৃত ১
সাতসকালে উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে শুট আউট। স্বরূপনগর ব্লকের দত্তপাড়া বড়পোলের কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু একজনের। স্থানীয় বাসিন্দারা জানান, নিহতের নাম ইসারুল গাজি৷ তাঁর বাড়ি তারালি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পাঁচ দুষ্কৃতী দু’টি মোটরসাইকেল চেপে ওই জায়গায় আসে। ইসারুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনিও একটি মোটরবাইকে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে ইসারুল রাস্তার ধারের একটি বাড়িতে ঢুকে পড়েন এবং জ্ঞান হারান। এলাকার লোকজন তড়িঘড়ি তাঁকে সারাপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু ইসারুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।