এসএসকেএম হাসপাতালে চলল গুলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পুলিশ আধিকারিক

সাতসকালে এসএসকেএম হাসপাতালে চলল গুলি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। এক পুলিশ অফিসার সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে প্রাথমিক অনুমান। গুলিতে রক্তাক্ত হয়ে ওই পুলিশ আধিকারিক ভরতি হাসপাতালে। ঘটনা ঘিরে শোরগোল কলকাতার সরকারি হাসপাতালে। শুরু হয়েছে তদন্ত। সূত্রে খবর, এদিন সকালে এসএসকেএমে ডিউটি ছিল এসসিও-এর এক সাব ইন্সপেক্টরের। তিনি সকালে হাসপাতালে পৌঁছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে ভিতরে যান। তাঁর সঙ্গে সার্ভিস রিভলবার ছিল। এরপরই আচমকা বন্দুকের গুলির শব্দ শোনা যায়। হাসপাতালে কর্তব্যরত অন্যরা গুলির শব্দ শুনে সেখানে ছুটে গিয়ে দেখেন, ওই পুলিশ অফিসার রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন।সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে ভরতি করিয়ে শুরু হয় চিকিত্‍সা।

error: Content is protected !!