
১ সেপ্টেম্বর থেকে বাজারে আসতে চলেছে সার্ভাইকাল ক্যানসার রোধে প্রথম ভারতীয় টিকা সেরামের
রাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা এসআইআই (SII) এবং জৈবপ্রযুক্তি বিভাগ বা ডিবিটি -এর যৌথ প্রচেষ্টায় ভারতের প্রথম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন বা কিউএইচপিভি (qHPV) ১ সেপ্টেম্বর থেকে বাজারে আসতে চলেছে ৷ সূত্রের দাবি, বৃহস্পতিবার সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধী এই টিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হবে ৷