সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম জুবিন নওটিয়াল, ভর্তি হাসপাতাল

সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন গায়ক জুবিন নওটিয়াল। আজ, শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লেগেছে। বুকের পাঁজরের হাড় ও ডান হাত ভেঙে গিয়েছে বলে খবর। তিনি বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাঁর ডান হাতে অস্ত্রোপচারও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানা গিয়েছে, জুবিনের ডান হাতের অপারেশন করা হবে। গায়ক এখনও তাঁর স্বাস্থ্য সম্পর্কে ভক্তদের আপডেট করেননি।

error: Content is protected !!