ফের ভেন্টিলেশনে ওস্তাদ রশিদ খান, অবস্থার অবনতি
নতুন করে ফের সঙ্কটজনক অবস্থায় উস্তাদ রশিদ খান। অবস্থার অবনতি ঘটায় আবারও ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাঁকে। খবরের সত্যতা জানতে আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর বর্তমান চিকিৎসক ডা. সুদীপ্ত মিত্রর সঙ্গে। ফোনে তিনি অধরা। এর আগে তিনিই জানিয়েছিলেন, আগের তুলনায় অবস্থা স্থিতিশীল উস্তাদজির। ভেন্টিলেশনে নেই। ২৬ ডিসেম্বর ডা. মিত্র আজকাল ডট ইনকে জানিয়েছিলেন, তিনি আইসিইউ-তে। সঙ্কট কাটেনি। তাই বাড়ি ফিরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। চিকিৎসক আরও জানিয়েছিলেন গত দু’মাস ধরে তিনি প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি। বড় ধরনের মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ভর্তি হয়েছিলেন। এছাড়াও, গায়ক প্রস্টেট ক্যান্সারে ভুগছেন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসও রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের সময়ে সেগুলোও বেড়ে গিয়েছিল।