
আমেরিকায় হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে আটকে ভেঙে পড়ল সিঙ্গল ইঞ্জিন বিমান, মৃত ৪
ভেঙে পড়ল একটি সিঙ্গল ইঞ্জিনের বিমান। এই ঘটনা ঘটেছে আমেরিকার ইলিনস প্রদেশে ট্রিলা এলাকায়। ছোট বিমানে চার জন ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও ২ জন পুরুষ ছিলেন। ঘটনা নিয়ে ইলিনস স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গল ইঞ্জিন সেসনা সি১৮০জি এয়ারপ্লেন ট্রিলার কমিউনিটির কাছে ভেঙে পড়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনার তদন্ত চলছে। বিমানযাত্রীদের মধ্যে কারও প্রাণ বাঁচেনি। দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ রাস্তার উপর, রাস্তার ধারে মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এর জেরে ওই এলাকার রাস্তা বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বিমানের ধ্বংসাবশেষ সরানোর পর ওই রাস্তা দিয়ে ফের যান চলাচল শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি-র রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমানটি ভেঙে পড়ার সময় হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে আটকে যায়। এর জেরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ঘটনা নিয়ে ইলিনসের গভর্নর জেবি প্রিটজ়কার এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘কোলস কাউন্টিতে ভয়াবহ ঘটনা ঘটেছে। আমার প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখেছে। এই মৃত্যু খুবই দুঃখজনক। তবে যিনি বিমা ভেঙে পড়েছে দেখে প্রশাসনকে জানিয়েছিলেন তাঁকে ধন্যবাদ। প্রশাসন তদন্ত শুরু করেছে।’