
রাজস্থানের সিরোহীতে গাড়ি-ট্রলির সংঘর্ষ, মৃত ৬
বৃহস্পতিবার ভোররাতে ৩টের দিকে রাজস্থানের সিরোহী জেলার আবুরোড সদর থানা এলাকার কিভারলির কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যাতে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন। একজন মহিলা গুরুতর আহত হয়েছেন, যাকে প্রাথমিক চিকিৎসার পর সিরোহী জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সিও গোমারাম, থানার এসএইচও দর্শন সিং, এসআই গোকুলরাম, হেড কনস্টেবল বিনোদ এবং অন্যান্য পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। সিও গোমারাম বলেন, জালোরের বাসিন্দারা আহমেদাবাদ থেকে জালোরে একটি গাড়িতে যাচ্ছিলেন। ২৭ নম্বর জাতীয় সড়কে আবুরোড সদর থানার কিভারলির কাছে একটি গাড়ি সামনের দিকে যাওয়া একটি ট্রলির সঙ্গে সংঘর্ষে গাড়িতে থাকা ৪ জন ঘটনাস্থলেই মারা যান, আর ২ জন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় একজন মহিলা আহত হয়েছেন, যাকে অ্যাম্বুলেন্সের সাহায্যে আবু রোড সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে সিরোহীতে স্থানান্তরিত করা হয়। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে।