গুজরাতে নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৬ জনের

 গুজরাতে নদীতে ডুবে মৃত্যু হলো ৬ জনের। মৃতদের মধ্যে চার জন মহিলা। মৃতরা সবাই একই পরিবারের। বুধবার রাতে নদী থেকে তাদের দেহগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গুজরাটের খেদা জেলায়। সেখানকার কানিজ গ্রামে এ ই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃতরা সবাই এই পরিবারের। তাদের বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে। তাদের বেশিরভাগই একে অপরের সম্পর্কীয় ভাই-বোন। এলাকার পুলিশ সুপার  রাজেশ গাদিয়া জানিয়েছেন, ওই ছয় ভাই-বোন সেখানকার মেসো নদীতে স্নান করার জন্য গিয়েছিল। কিন্তু কোনও কারণে তারা সবাই ভেসে যায়। পরে উদ্ধার কাজ চালিয়ে ওই ছ জনের দেহ পাওয়া যায়।  মৃতদের মধ্যে দুই জনের বাড়ি কানিজ গ্রামে। অন্যরা সেখানে বেড়াতে এসেছিল। আমেদাবাদ থেকে এসেছিল তারা। অনেক দিন পরে সম্পর্কীয় ভাইবোনেরা এক সঙ্গে হওয়ার পরে তাদের মধ্যে ছিল আনন্দের পরিবেশ। তারা বুধবার সবাই এক সঙ্গে বিকালের পরে গ্রামের পাশের নদীতে স্নান করতে গিয়েছিল। সূত্রের খবর, ওই ভাই-বোনদের মধ্যে একজন ভেসে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যায় অন্যরাও।

error: Content is protected !!