রাস্তায় মাথা কামিয়ে প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীর

চাকরি চেয়ে রাস্তায় হাজার দিন! এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ হাজার দিন। ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে চলছে ধর্না। একাধিক সরকারি প্রতিশ্রুতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসেনি সমাধান সূত্র। শেষ অবধি পাওয়া খবরে, প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে নেড়া হলেন SLST এক মহিলা চাকরিপ্রার্থী। 

error: Content is protected !!