অপারেশন থিয়েটারে ধোঁয়া, এনআরএসে আগুন-আতঙ্ক

এদিন সকাল ৮টা ২০ মিনিট নাগাদ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অপারেশন থিয়েটারে ধোঁয়া দেখা যায়। যা নিয়ে ছড়ায় আতঙ্ক। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শর্টসার্কিট থেকেই এই ঘটনা বলে দমকলকর্মীদের অনুমান। তবে রোগীদের কোনও ক্ষতি হয়নি। যদিও এই ঘটনায় রোগী ও রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়ায়। হাসপাতাল থেকে বেরনোর জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। 

error: Content is protected !!