পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার দুটি সকেট বোমা
নির্বাচনে জয়ী এক বিজেপি প্রার্থীর বাড়ি থেকেইই কিনা সোমবার সকালে উদ্ধার হল দুটি সকেট বোমা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নদিয়া জেলার সদর মহকুমার ভীমপুর থানার গোবিন্দপুর গ্রামে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির বাড়িতে বোমা এল, তার অনুসন্ধান শুরু হয়েছে। যে বিজেপি প্রার্থীর বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়েছে, তাঁর দাবি, গোটা বিষয়টির পিছনে চক্রান্ত রয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, ওই প্রার্থীর বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। কোনও কারণে ২টি সকেট বোমা বাইরে পড়ে গিয়েছিল। সেটাই এদিন মিলেছে। জানা গিয়েছে, গোবিন্দপুর ১৭৪ নম্বর বুথের বিজেপির জয়ী প্রার্থী ভক্ত বিশ্বাসের বাড়ির সামনে একটি ব্যাগে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। কে বা কারা তাঁদের বাড়িতে বোমা রেখে দিয়ে গেল সে সম্বন্ধে সন্দিহান করতে পারছেন না তাঁরা। এরপরে স্থানীয় বাসিন্দারাই খবর দেন ভীমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ভীমপুর থানার পুলিশ। ইতিমধ্যেই জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশ। তবে, নদিয়া জেলা থেকে বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এই জেলা থেকে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই নদিয়া জেলার চাকদায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।