
১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা
১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের ছাড়পত্র দিল মন্ত্রিসভা ৷ বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় ৷ সেই বৈঠকে এই নিয়ে ছাড়পত্র দেওয়া হয় ৷ পরে এই নিয়ে ঘোষণা করেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ৷ মঙ্গলবার মেদিনীপুরের গোয়ালতোড় ব্লকে ১১২.৫ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক জার্মান সংস্থার সহায়তায় এই প্রকল্প রূপায়িত হয়েছে । সেই উদ্বোধনী মঞ্চ থেকে আরও ১০০ মেগা ওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি করার ঘোষণা করেছিলেন তিনি । সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এই প্রকল্প মন্ত্রিসভায় ছাড়পত্র পেল । সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া বলেন, ‘‘জার্মান সংস্থার সহায়তায় গতকাল (মঙ্গলবার) পূর্ব ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়ে গিয়েছে । এক্ষেত্রে ওই জার্মান সংস্থা ৮০ ভাগ অর্থ দিয়েছে ৷ রাজ্য সরকার অর্থ দিয়েছে ২০ ভাগ । এরপরেও মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছিলেন একই জায়গায় আরও ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হবে । আজ (বুধবার) রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে ।’’ তিনি জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড়ে একশো মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে ৷ যার আনুমানিক ব্যায় হবে ৬৮০ কোটি টাকা । এর মধ্যে ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার । বাকিটা দেবে জার্মানির ওই সংস্থা । এক্ষেত্রে জার্মান সংস্থা খরচ করবে ৪৭৫ কোটি টাকা । তিনি বলেন, ‘‘এই প্রকল্প রূপায়ণের ফলে আমাদের রাজ্য আগামিদিনে গ্রিন এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ স্থানে উঠে আসবে । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি পুরোপুরি চালু হয়ে গেলে বিদ্যুতের জন্য আমাদের আর অন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না । সারা ভারত ছুট আসবে এখানে ।’’ মানস ভুঁইয়ার মতে, রাজ্য সরকারের এই পদক্ষেপ সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন ল্যান্ডমার্ক তৈরি করবে । এই বিদ্যুৎ প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল এর জন্য কোনও দূষণ হবে না । এই নিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই বর্ষীয়ান মন্ত্রী বলেন, ‘‘জল মানে জীবন, রাস্তা মানে পরিবহণ এবং বিদ্যুৎ মানে উন্নয়ন । যারা বাঁকা বাঁকা কথা বলেন, তাদের কাছে বিনম্র চিত্তে অনুরোধ করব, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি, আসুন আপনারা দেখে যান । উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা নতুন সকালের সামনে দাঁড়িয়ে আছি ।’’