মধ্যরাতে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ, মোদি সরকারকে তোপ রাহুলের

সোনম ওয়াংচুককে আটক করল দিল্লি পুলিশ। লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা সহ স্থানীয় একগুচ্ছ দাবি নিয়ে লে থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করছেন বাস্তবের ‘ব়্যাঞ্চো’। রাজধানীর সীমানায় পৌঁছতেই সোমবার মধ্যরাতে আটক করা হয় তাঁকে। নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সে কথা জানিয়েছেন তিনি। সোনম ওয়াংচুকের সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়া আরও ১৫০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁর সঙ্গে এই যাত্রায় পা মিলিয়েছেন নবীন, প্রবীণ ও সেনাকর্মীরা।ঘটনায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোনম ওয়াংচুকের এই পরিণতির জন্য সরাসরি নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের গ্রেপ্তার হওয়া একেবারেই মেনে নেওয়া যায় না। এক্স হ্যান্ডল পোস্টে তিনি লেখেন, ‘লাদাখের ভবিষ্যতের কথা ভেবে যারা আন্দোলনে নেমেছেন সেই বয়স্কদের কেন এভাবে আটক করা হবে? কৃষক আন্দোলনের মতো এ বারও মোদীজির অহঙ্কার ভাঙবে।’

error: Content is protected !!