প্রয়াত সোনিয়া গান্ধির মা পাওলো মাইনো, শোকপ্রকাশ মোদি-মমতার
প্রয়াত সোনিয়া গান্ধির মা শ্রীমতি পাওলা মাইনো ৷ গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সোনিয়ার মা, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ইতালিতে তাঁর বাড়িতে গত শনিবার, অর্থাৎ, ২৭ অগাস্ট মারা গিয়েছেন তিনি ৷ গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷ এ কথা জানিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন৷ কংগ্রেস সভানেত্রী গত ২৩ অগাস্ট তাঁর অসুস্থ মা-কে দেখতে ইতালি গিয়েছিলেন ৷ সঙ্গে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও। পাওলা মাইনোর মৃত্যুতে গান্ধী পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অসুস্থ দিদিমার খোঁজ নিতে গত কয়েক বছরে বেশ কয়েকবার ইতালি গিয়েছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া বর্তমানে সেখানেই রয়েছেন ৷ মৃত্যুকালে পাওলা মাইনোর বয়স হয়েছিল ৯০ বছর ৷ এদিন কংগ্রেসের তরফে জয়রাম রমেশ একটি টুইট করে জানান, ‘‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির মা শ্রীমতি পাওলা মাইনো গত ২৭ অগাস্ট রবিবার ইতালিতে, তাঁর বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ৷ গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷’’ সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি, সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর জন্য সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন। অন্যদিকে টুইট করে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।