‘লোকসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিতে হবে মোদি সরকারকে’, প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ সনিয়ার
‘লোকসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিতে হবে মোদি সরকারকে।’ বুধবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে এমনটাই উল্লেখ করেছেন সনিয়া গান্ধী। এ দিন বৈঠকে দীর্ঘ ভাষণ দিয়েছেন সংসদীয় দলের নেত্রী। একইসঙ্গে সংসদের চলতি অধিবেশনে পার্টির কৌশল ব্যাখ্যা করেন সনিয়া। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কংগ্রেস নেত্রী বলেন, ‘বিভ্রান্তিতে ভুগবেন না মোদীজি। লোকসভা ভোটের ফল থেকে শিক্ষা নিন। বোঝার চেষ্টা করুন কেন মানুষ আপনাদের সংখ্যাগরিষ্ঠতা দিল না।’ প্রধানমন্ত্রীকে এমন কড়া ভাষায় আক্রমণ এবং এত ক্ষুরধার বক্তব্য বর্ষীয়ান নেত্রীর থেকে বহুদিন বাদে শুনে চনমনে কংগ্রেস শিবির। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তাঁকে একাধিকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। লোকসভা ভোটে শারীরিক কারণের জন্যই সনিয়া লড়েননি। নিজের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি রায়বরেলির দায়িত্ব ছেলের কাঁধে সঁপে তিনি পাড়ি দেন রাজ্যসভায়। এমনকী, লোকসভা ভোটে খুব একটা প্রচার করতেও দেখা যায়নি তাঁকে। এক দু’টি ভিডিয়ো বার্তা কিংবা রায়বরেলিতে একবার সশরীরে উপস্থিতি শিরোনামে জায়গা করে নিয়েছিল। অশক্ত শরীরে প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিতে শোনা গিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। তিনি একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, ‘মোদীজি ঘৃণা বয়ে বেড়ান।’ প্রাক্তনীর সমানোচনার কোনও জবাব যদিও দেননি মোদী। এবার দেখার সনিয়া গান্ধীর মন্তব্যের কোনও পাল্টা জবাব আসে কি না। এ দিন সংসদীয় দলের বৈঠকের ভাষণে সনিয়া গান্ধী কৃষক, বেকারত্ব সমস্যা, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, মণিপুর পরিস্থিতি এবং নিটের প্রশ্ন ফাঁসের মতো একের পর এক ইস্যু নিয়ে মোদীকে আক্রমণ শানা। তীব্র সমালোচনা করেন BJP নেতৃত্বাধীন সরকারের। সনিয়া বলেন, ‘কেন্দ্রীয় বাজেটে কৃষকদের স্বার্থে কিছু নেই। কর্মসংস্থানের কোনও দিশা নেই। কাশ্মীরে সাধারণ নাগরিক ও সেনা জঙ্গিদের হাতে প্রাণ হারাচ্ছেন। মণিপুরে এখনও শান্তি ফেরেনি। অথচ সরকারের হুঁশ নেই।’