করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, রবিবার থেকে তাঁর সর্দি ও জ্বর ছিল, গা ম্যাজম্যাজ করছিল। ফলে ডা. সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্টে জানা যায় কোভিড পজিটিভ সৌরভ। তাঁর ভাইরাল লোড ১৯.৫ বলে জানা গিয়েছে। সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে করোনা আক্রান্ত হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে ৷ প্রাথমিকভাবে মহারাজের শরীরে মৃদু উপসর্গ সঙ্গে শারীরীক অস্বস্তি ছিল বলেও খবর। সোমের সকালে প্রথম কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে দ্বিতীয়বার ফের কোভিড পরীক্ষা হয় প্রাক্তন ভারত অধিনায়কের ৷ সেই পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসায় কোনও ঝুঁকি না নিয়ে রাতের দিকে সৌরভকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে স্বস্তির খবর, স্ত্রী ডোনা এবং মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ ৷