হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তাঁর ওমিক্রন রিপোর্টও নেগেটিভ। আপাতত নতুন বছর পরিবারের সঙ্গে কাটাতে পারবেন তিনি। তবে তাঁকে থাকবে হবে হোম আইসোলেশনে। তাঁকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি আপাতত সুস্থ রয়েছেন। হাসপাতালে থেকে বাড়ি ফেরার সময় তিনি হাত নাড়ান। তবে কোনও কথা বলেননি।