‘খাকি’ পোশাকে বাংলার ‘দাদা’! 

দাবাং খান সলমনের স্টাইলে যেন এন্ট্রি বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, “বাংলাকে নিয়ে শো করা হচ্ছে আর দাদাকে ডাকলে না?” ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ প্রোমোশনে ‘আসলি বেঙ্গল টাইগার’ তথা প্রাক্তন ক্রিকেটারের মজাদার ভিডিয়ো দেখেছেন ? নেটফ্লিক্সে ২০ মার্চ আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। মুক্তির আগেই খাকির বাংলা পর্ব নিয়ে দারুণ উন্মাদনা দর্শকমহলে। উন্মাদনার পারদ আরও ঊর্দ্ধমুখী করে দিয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সিরিজের প্রোমোশনাল ভিডিয়োতে পুলিশ অফিসারের চরিত্রে তিনি মন কাড়লেন অনুরাগী থেকে নেটিজেনদের ৷ সঙ্গে উপরি পাওনা পরিচালক অয়ন সেনগুপ্তের কমেডিয়ানের ভূমিকা ৷ সোমবার নেটফ্লিক্সের তরফে সৌরভের প্রোমোশনার ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, “দ্য বেঙ্গল টাইগার মিটস দ্য বেঙ্গল চ্যাপ্টার ৷ দেখুন খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার ২০ মার্চ, শুধুমাত্র নেটফ্লিক্সে ৷” পরে আরও একটি ক্যাপশনে লেখা হয়, “খাকি: দ্য দাদা চ্যাপ্টার ৷” ভিডিয়ো সামনে আসার পর মন্তব্য করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ তিনি সৌরভকে উদ্দেশ্য করে লেখেন, “তুমি ইতিমধ্যেই আমাদের টিমের সঙ্গে রয়েছ ৷ জিৎ তুমি কী বলবে ?” প্রথম পর্বে নীরজ পাণ্ডে বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রশাসনিক দিক দেখিয়েছিলেন। দ্বিতীয় পর্ব জুড়ে বাংলা। সেখানকার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্পই জুড়ে রয়েছে চিত্রনাট্যে। অন্যদিকে, প্রোমোশনার ভিডিয়োর গল্পকে দেখা গিয়েছে, ‘খাকি ২’-এ এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে ইচ্ছুক ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি তাই অভিনয়ের জন্য অডিশন দিতে পুলিশি পোশাকে হাজির পরিচালকের দরবারে। পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত। এরপর একের পর দৃশ্য অভিনয় করতে বলা হয় বাংলার দাদাকে ৷ প্রথমে বলা হয় চোখে যেন অ্যাগ্রেশন ধরা পড়ে ৷ এমন দৃশ্যে সৌরভের কমিক চরিত্র মারাত্মক ৷ সৌরভের কণ্ঠে শোনা যায়, “অ্যাগ্রেশন তো অনেক আছে ৷ কাউকে মনে করছি ৷” এরপরেই ভেসে ওঠে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্রেগ চ্যাপেলের মুখ ৷ সকলেই জানেন, চ্যাপেল-সৌরভ বিতর্কের কথা ৷ এরপরের দৃশ্যে পরিচালক অভিনেতা সৌরভকে বোঝান, অপরাধীদের বেধড়ক মারতে হবে ৷ সেই দৃশ্যে লাঠি হাতে সৌরভের কাট, কভার ড্রাইভ, পুল ও হুক, লিফট-এর মতো ব্যাট করার দৃশ্য ৷ তবে তিনি যে অফসাইডে খেলতে পছন্দ করেন সেটাও শোনা যায় ‘ক্রিকেটার’ সৌরভের মুখে ৷ ১ মিনিটের ৪৬ সেকেন্ডের এই ভিডিয়ো নীরজ পাণ্ডের সিরিজের অন্যতম প্রোমোশন তা বলাই যায় ৷ এই ভিডিয়ো যে বাংলা সিনেপ্রেমী থেকে ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা অনুরাগ ছড়িয়েছে তা এককথায় স্বীকার করা যায় ৷

error: Content is protected !!