
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা
বৈশাখের শুরুতেই ফের কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হতে পারে ঝড়-বৃষ্টি। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার বড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই জেলাগুলি হলো- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। শনিবারেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। এর পরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম। এ দিন সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য আকাশ আংশিক মেঘলা হতে পারে। বিকেল বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে শুরু করে মালদা, সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।