ইঞ্জিনে গোলমালের জেরে স্থগিত স্পেস-এক্সের মহাকাশ অভিযান
ইঞ্জিনে গোলমালের জেরে সাময়িকভাবে ভেস্তে গেল স্পেস-এক্সের বিশেষ মহাকাশ অভিযান। আজ, আমেরিকার ফ্লোরিডার কেনেডি লঞ্চ সেন্টার থেকে ৪ মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছিল স্পেস-এক্স। নাসা ও স্পেস-এক্স যৌথভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করেছে। সেই মতো সোমবার স্থানীয় সময় রাত ২.৩০টা নাগাদ লঞ্চ হওয়ার কথা ছিল রকেটটির। কিন্তু মহাকাশের উদ্দেশে পাড়ি দেওয়ার ২ মিনিট আগেই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। প্রযুক্তিবিদরা ইঞ্জিনের সমস্যাটিকে চিহ্নিত করে টেক-অফ স্থগিত করার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১.৩০ মিনিট নাগাদ ফের একবার মহাকাশযানটিকে রওনা করার চেষ্টা করা হবে। প্রসঙ্গত, নাসা ও স্পেস-এক্সের বিশেষ গবেষণার অংশ এই মহাকাশঅভিযান। এই প্রকল্পের অধীনে কাজ করবেন আমেরিকার ২ জন, রাশিয়ার একজন ও সৌদি আরবের একজন নভশ্চর। তাঁরা স্পেস-স্টেশনে ৬ মাস কাটাবেন। নানা প্রোজেক্টে কাজ করবেন। এরপর স্পেস-এক্সেরই শাটলে করে পৃথিবীতে ফিরে আসবেন। এই অভিযানের জন্য নিজের স্পেস-এক্স ফ্যালকন নামের মহাকাশযান ব্যবহার করা হচ্ছে।