আজ দুপুরে করোনা ইস্যুতে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ বৈঠক

চিনের হাত ধরে আবার ফিরছে করোনা আতঙ্ক। দেশে চিনের করোনার নতুন উপরূপ ধরা পড়়ার পরই তৎপরতা শুরু হয়ে গেল দেশ। আজ, শুক্রবার দুপুর ৩টের সময় করোনা ইস্যুতে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের তরফে বৈঠকে যোগ দেবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর দিয়ে আলাদা করে সতর্ক থাকার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

error: Content is protected !!