গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গ সফরে যেতে দক্ষিণ-পূর্ব রেলের সামার স্পেশাল ট্রেন
গরম এড়াতে অনেকেই পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। পাহাড় বললেই একেবারে দোরগোড়ায় দার্জিলিং-সহ ওই অঞ্চলের পাহাড়ি এলাকা ৷ বাঙালিদের ভিড় বরাবরই অনেক বেশি এইসব জায়গায় । তাই এবার যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং ট্রেনে ভিড় কম করতে দক্ষিণ-পূর্ব রেল চালাবে বিশেষ ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চালানো হবে ৮ জোড়া স্পেশাল ট্রেন । আজ অর্থাৎ ১০ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত চালানো হবে এই বিশেষ পরিষেবাগুলি । ০৮০৪৭ সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল সপ্তাহের প্রতি শুক্রবার ট্রেনটি চলবে । প্রতি শুক্রবার সাঁতরাগাছি থেকে সন্ধ্যা ৬ টার সময় ট্রেনটি ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ভোর ৫.১৫ মিনিটে । ০৮০৪৮ নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি সামার স্পেশাল । ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার ছাড়বে । ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে বেলা ১২.১৫ মিনিটে ছাড়বে এবং সাঁতরাগাছি পৌঁছবে ওই দিন ১১.৪৫ মিনিটে । এই আট জোড়া ট্রেনেই থাকছে একটি এসি ২ টায়ার, ৩টি এসি থ্রি টায়ার, ১২টি স্লিপার ক্লাস ও তিনটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচের ব্যবস্থা । যাতায়াতের পথে ট্রেনগুলি যেসব স্টেশনে থামবে সেগুলি হল ডানকুনি, রামপুরহাট, বর্ধমান, মালদা টাউন, বারসই, কিষান্গঞ্জ এবং আলুয়াবাড়ি রোড ।