
বানের ঢেউয়ে উত্তাল গঙ্গা! উলুবেড়িয়ায় ৪ যাত্রী সহ ডুবে গেল স্পিডবোট
গঙ্গায় বানের সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় হাওড়ার উলুবেড়িয়ায় চারজনকে নিয়ে ডুবে গেল স্পিডবোট৷ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের কাছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ চার জনই গঙ্গার জলে ভেসে যান৷ যদিও আশেপাশে থাকা নৌকা এবং লঞ্চগুলি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চার জনকে উদ্ধার করেছে বলে খবর। যদিও ওই স্পিড বোটটিতে কারা ছিলেন অথবা স্পিডবোটটি সরকারি না বেসরকারি কোনও সংস্থার, তা এখনও জানা সম্ভব হয়নি। এ দিনও সকাল সাড়ে দশটা নাগাদ গঙ্গায় বান আসে৷ উলুবেড়িয়ার কাছে বানের জেরে রীতিমতো পাড় উপচে চলে আসছে গঙ্গার জল। মাঝ গঙ্গাতেও বড় বড় ঢেউ দেখা যায়।