
১৫ মাস পর উঠল সাসপেনশন, ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠের হাতেই কুস্তি ফেডারেশনের নিয়ন্ত্রণ
পনেরো মাস পর কুস্তি ফেডারেশনের (WFI) সাসপেনশন প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ কেবল সাসপেনশন প্রত্য়াহারই নয়, সংস্থার সভাপতি সঞ্জয় সিং’য়ের হাতেই পূর্ণ নিয়ন্ত্রণ সঁপে দিল কেন্দ্র ৷ যিনি আবার যৌন হেনস্তায় অভিযুক্ত কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠও বটে ৷ পদ্ধতিগত ত্রুটির কারণে ফেডারেশনের নয়া গভর্নিং ২৪ ডিসেম্বর, ২০২৩ ফেডারেশনকে সাসপেনশনের নোটিশ ধরানো হয় কেন্দ্রের তরফে ৷ ফেডারেশনের নিত্যনৈমিত্তিক বিভিন্ন কাজ চালানোর জন্য দেশের অলিম্পিক্স সংস্থাকে (IOA) একটি অ্যাড-হক কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ প্রায় দেড় বছর পর ফেডারেশনকে পাঠানো চিঠিতে সাসপেনশেন তুলে নেওয়ার কথা জানাল মন্ত্রক ৷ যেখানে জানানো হয়েছে সাসপেনশনের সময়কালে ফেডারেশনের তরফে নিয়ম মেনে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা সন্তোষজনক ৷ পাশাপাশি ভারতীয় ক্রীড়াজগত এবং অ্য়াথলিটদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় কুস্তি ফেডারেশনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হল ৷