আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি
রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে রুশ ভ্যাকসিন, এমনটাই জানিয়েছে নীতি আয়োগ। রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। বুধবারই বিশেষজ্ঞ কমিটির তরফে সুপারিশ করা হয়েছিল যে জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য রাশিয়ার টিকা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য আছে। তারপর চূড়ান্ত অনুমোদন পাওয়া কার্যত সময়ের অপেক্ষা ছিল। সেই পরিস্থিতিতে ৬০ তম দেশ হিসেবে রাশিয়ার টিকা ব্যবহারের অনুমতি দিল ভারত। গত বছর ১১ অগস্ট বিশ্বের করোনা টিকা হিসেবে অনুমোদন পেয়েছিল স্পুটনিক-ভি। রাশিয়ায় ব্যবহারের ছাড়পত্র মিলেছিল। ল্যান্সেট মেডিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, করোনার বিরুদ্ধে রাশিয়ার টিকার ৯১.৬ শতাংশ কার্যকারিতা প্রমাণ হয়েছে। যা ৫০ টির বেশি দেশে গণটিকাকরণের ছাড়পত্র পেয়েছে। তারইমধ্যে ভারতে ৭৫০ মিলিয়ন ডোজ রাশিয়ান টিকা তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।