প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল শ্রীলঙ্কা সরকার

শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘লঙ্কা মিত্রা বিভূষণা’ সম্মানে সম্মানিত করেন ৷ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ এর আগেও একাধিক দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি ৷ এদিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় নিজের সচিবালয়ে একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট দিসানায়কে প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মানের মেডেল পরিয়ে দেন ৷ 2008 সালে এই সম্মানের সূচনা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষে ৷ প্রধানমন্ত্রী মোদির আগে এই সম্মান পেয়েছেন মলদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মামুন আবদুল গায়ুম এবং প্যালেস্তাইনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসের আরাফত ৷ এবার ভারতের পালা ৷ এদিন এই সম্মান পেয়ে অভিভূত প্রধানমন্ত্রী মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, এই সম্মান শুধু তাঁর নয়, প্রতিটি ভারতবাসীর ৷ তিনি লেখেন, “আজ প্রেসিডেন্ট দিসানায়কে আমায় ‘লঙ্কা মিত্রা বিভূষণা’ সম্মানে ভূষিত করেছেন ৷ এটা অত্যন্ত গর্বের বিষয় ৷ এই উচ্চ সম্মান শুধু আমার নয়, ১৪০ কোটি ভারতীয়রও সম্মান ৷” তিনি আরও লেখেন, “এই সম্মান ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা বলে ৷ দু’দেশের মানুষের মধ্যে যে গভীর বন্ধুত্বের শিকড় রয়েছে তাও তুলে ধরে ৷ প্রেসিডেন্ট, সরকার এবং শ্রীলঙ্কার মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল ৷”

error: Content is protected !!