কাটরা-শ্রীনগর বন্দে ভারতের উদ্বোধন স্থগিত

কাটরা-কাশ্মীর বন্দে ভারত রেল পরিষেবা ঘিরে অনিশ্চয়তার মেঘ ৷ একদিকে পহেলগাঁও হামলার জের অন্যদিকে, উপত্যকার বিভিন্ন স্টেশনে নাশকতা হতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা ৷ সবমিলিয়ে জঙ্গি হামালার পর কাশ্মীরে রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ রেল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকমাস সময় লাগবে ৷ গত ১৯ এপ্রিল কাশ্মীরের প্রথম বন্দে ভারতের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয় ৷ এবার পহেলগাঁও হামলার পর দ্রুত গতি সম্পন্ন এই রেল পরিষেবা শুরু হওয়া আরও পিছিয়ে গেল ৷ রেলের এক শীর্ষকর্তা ইটিভি ভারত-কে বলেন, “এই মুহূর্তে পরিষেবা শুরুর তেমন কোনও লক্ষ্যণ দেখা যাচ্ছে না ৷ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের অনুমান আরও 3 মাস সময় লাগবে ৷ রেল পরিষেবা শুরু করার জন্য একাধিক বিষয় যাচাই করে দেখতে হবে ৷ প্রথমে খতিয়ে দেখতে হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি ৷ সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় অনুযায়ী ফের দিনক্ষণ ঠিক করতে হবে ৷” অবশ্য, পহেলগাঁও হামলার আবহে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ৷ গোয়েন্দাদের দাবি, কাশ্মীরের একাধিক ছোট-বড় রেল স্টেশনের উপর হামলার পরিকল্পনা রয়েছে জঙ্গি সংগঠনগুলির ৷ এমনকী, উপত্যকার স্থানীয় বাসিন্দা ছাড়া বাইরের রাজ্যের কর্মীদের যাতে কাশ্মীর থেকে অন্যত্র কাজে পাঠিয়ে দেওয়া যায়, সেই বিষয়েও রেলের কর্তাদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা ৷ পাশাপাশি, স্থানীয় কর্মীরাও যেন নিজেদের এলাকা ছেড়ে অন্য কোথাও যাতাযাত না-করেন, সেই বিষয়েও আগাম সতর্ক করা হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে ৷ এক নিরাপত্তা আধিকারিক জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে উপত্যকার বিভিন্ন এলাকার নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে ৷ বাসস্ট্যান্ড, রেলস্টেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা পড়ছে ৷ সেই সঙ্গে 48টি পর্যটন কেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়েছে ৷

error: Content is protected !!