
১১ হাজার পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মাঝে এবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন। ১১ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। আদালতের নির্দেশ মেনে ১১ হাজার চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে বলে ওই নোটিসে জানানো হয়েছে। শুক্রবার থেকে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত ১১০০ জন চাকরিপ্রার্থী নথি আপলোড করতে পারবেন। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পায়নি এমন ১১ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ সংক্রান্ত নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিকেলে নোটিস জারি করে এসএসসি জানিয়েছে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে নথি ‘আপলোড’ করা যাবে। চলবে ১৩ অগস্ট পর্যন্ত। স্কুল সার্ভিস কমিশন ১১ হাজার চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীরা ডকুমেন্ট আপলোড করার পর ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হলে সেই প্রার্থীদের ইন্টারভিউতে ডাকতে পারে কমিশন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে চাকরিপ্রার্থীরা যে অভিযোগ জমা দিয়েছে। তাদের মধ্যে প্রায় ১৪ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউ যোগ্য বলে বিবেচিত হয়েছে।